Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

এক নজরে
ক) নাম – ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৭৮বর্গ কিলোমিটার
গ) লোকসংখ্যা – ১৬,৩১৫জন।
ঘ) গ্রামের সংখ্যা – ২১টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩টি
চ) হাট/বাজার সংখ্যা –৪টি
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথে সারাবছর চাদের গাড়ী/মোটর সাইকেল/সিএনজি/কোস্টার/মাইক্রোবাস ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করা যায় এবং বর্ষা মৌসুমে নদী পথেও ট্রলার/ইঞ্জিন বোটে যাতায়াত ব্যবস্থা আছে।
জ) শিক্ষার হার – ৫৫%
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৮টি
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৪টি
    উচ্চ বিদ্যালয়ঃ ২টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মঙ্গল কান্তি চাকমা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- করল্যাছড়ি বাজার জামে মসজিদ
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – করল্যাছড়ি বটতলা ও ডাঙ্গা বাজার।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০১০-১১অর্থ বছর।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৮/২০০৮ইং
                                    ২) প্রথম সভার তারিখ – ২২/০৮/২০১১ইং
                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২২/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম – ডানে আটারকছড়া, বামে আটারকছড়া, করল্যাছড়ি,শীলাছড়া,উল্টাছড়ি-১, উল্টাছড়ি-২, রবিন্দ্রলাল গ্রাম, পেরাছড়া, বানটতলাছড়া, সুপারীপাতাছড়া, লেমুছড়ি, উত্তর ইয়ারিংছড়ি, দক্ষিণ ইয়ারিংছড়ি, ভাঙ্গামূড়া-১, ভাঙ্গামূড়া-২,যাত্রামূড়া,করল্যাছড়ি বাঙ্গালী গ্রাম, ডানে আটারকছড়া বাঙ্গালী গ্রাম, গদাবান্যাছড়া, ছাদাড়াছড়া, খাগড়াছড়ি।     
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
              ৩) উদ্যোক্তা-           ২জন।
      ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
      ৫) অফিস সহকারী (পিয়ন)- ১জন।
       ৬) ঝাড়ুদার- ১জন।